পদার্থ বিজ্ঞান ১ম পত্র ( পদার্থের গাঠনিক ধর্ম)


পদার্থ ১ম পএ ( গাঠনিক ধর্ম)
পদার্থ ১ম পএ( গাঠনিক ধর্ম)

আন্তঃআণবিক দূরত্বের পরিমান 10-9--10-19।     আন্তঃ আনবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থকে ২ ভাগে ভাগ করা হয়েছে-
* কঠিন
* প্রবাহী
 প্রবাহী ২ প্রকার--
* সংকোচনীয় *অসংকোচনীয়
* অত্যাধিক তাপে বায়বীয় পদার্থ আয়নিত হয়। সমান সংখ্যক ধন ও সমান সংখ্যক ঋন আায়ন সৃষ্টি হয়।পদার্থের এই অবস্থা কে প্লাজমা অবস্থা বা  plasma state বলে। 

**স্থিতিস্থাপকতা **
* নমনীয় বস্তু: পুনঃপ্রাপ্তি ঘটে না
* পূর্ণ স্থিতিস্হাপক বস্তুু: পুনঃপ্রাপ্তি ঘটে।
পুর্ দৃঢ় বস্তু : বিকৃতি ঘটে না।প্রকৃতিতে কোন বস্তুই পূর্ণ দৃঢ় নয়। উদাহরন: কাচ,লোহা, ইস্পাত।
* স্থিতিস্থাপক

সীমা: বস্তুর বাহ্যিক বলের যে সর্বোচ্চ সীমা পর্যন্ত বস্তুর স্তিতিস্তাপক ধর্ম বজায় থাকে তাকে স্তিতিস্তাপক  সীমা বলে।
     [ ইস্তাপাত > হীরা> দস্তা ]
[ Note: স্তিতিস্তাপকতা
নিউটনের ৩য় সূত্র  মেনে চলে]
# নূন্যতম যে ভরের কারণে বস্তু ছিড়ে যায় তাকে অসহ ভার বা অসহ ওজন বলে। অসহ ভারের আরেক নাম ভজ্জক ভার।
# স্তিতিস্তাপক ক্লান্তি বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেন।
         হুকের সূত্র :১৬৭৮ সাল
          পীরন œ বিকৃতি
           পীরন= ধ্রবক * বিকৃতি     .  
           ধূবক= পীরন/ বিকৃতি.    .   .  স্তিতিস্তাপক গুনাঙ্ক = পীরব/ বিকৃতি

সিদ্ধ ান্ত:
১. বিকৃতির একক এবং মাএা নেই
২. পীরনের একক Nm-2 এবং মাত্রা [ML-1T-2]
৩. পীড়ন এবংস্তিতিস্তাপক গুনাঙ্কের মাত্রা এবং একক একই। 
Magic tec:   ইতালিয়ান পাপা
ই= ইস্পাত,    তা=তামা,   ল= লোহা,  য়ান= অ্যালুমিনিয়াম     পা= পারদ,    পা= পানি
ইতালিয়ান= দৈঘ্য স্তিতিস্থাপক গুনাঙ্ক।   পাপা= আয়তন গুনাঙ্ক
সংন্যমতা: চারদিকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়।
অসংন্যমতা: আয়তন বেড়ে যায়।
* আয়তন গুনাঙ্কের বিপরীত রাশি সংন্যমতা।
** অসংন্যমতা=আয়তন গুনাঙ্ক।
* কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসের সংন্যমতা বেশি।
                            প্রবাহী
♣ আদর্শ পবাহী : অসংন্যম,সান্দ্রতা  থাকে না।
♦♦ প্রবাহী ৬ প্রকার
! সম প্রবাহ: বেগ ধ্রব।   !! অসম প্রবাহ: বেগ থাকে না। !!!  স্থির / ধারা রেখ প্রবাহ: বেগ সমান। !v অস্থির প্রবাহ: বেগ সমান থাকে না। v সমরেখ প্রবাহ: বেগ সমান্তরাল।  v। বিক্ষিপ্ত প্রবাহ: বেগ সমানতরাল নয়।
ধারারেখ  প্রবাহের বৈশিষ্ট্য:
১. গতি রেখা পরস্পরকে ছেদ করে না।
২.বেগ বৃদ্ধি করলে গতি  রেখাগুলি ঘন হয়।
বিঙ্খিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য:
১.প্রবাহীর স্তর গুলো সমান্তরাল না
২. কনাগুলোর বেগ বিভিন্ন।
৩. বেগ বেশি হলে গতি রেখাগুলো ঘূর্ণিপাকের মতো দেখায়।
৪. বেগ অশান্ত
[ স্থির প্রবাহ: ধমনীর রক্ত সন্ঞালন। Magic:. বেঘ চা---> বেগ,ঘনত্ব,চাপ ধ্রুব থাকে।]
♣♣ সংকট বেগ: সর্বাধিক যে বেগ পর্যন্ত ধারারেখ প্রবাহ বজায় থাকে তাকে সংকট বেগ বলে(Critical Velocity) ।
     **** পয়সনের অনুপাত***
© = পার্শ বিকৃতি / দৈঘ্য বিকৃতি
*তামার পয়সনের অনুপাত=0. 33
* পয়সনের অবুপাত©: -1<©<1/2 
* প্রকত মান: 0.২ থেকে 0.4 
* পয়সনের অনুপাত কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য।
 [ মাত্রা, একক নেই]
              ** প্রান্তিক বেগ/ অন্ত বেগ **
* প্রন্তিক বেগ নীট ত্বরন শূন্য হয়।
প্রন্তিকবেগের কারণে বৃষ্টির ফোটা মাটিতে পড়ে।
সমীকরণ:V=2r2(@-©) g/9Π  Π= সান্দ্রতাঙ্ক,@= বস্তুর ঘনত্ব,©= তরলের ঘব্নত্ব
Decision:
! v œ r2
!! v œ 1/Π
!!!  v œ(@-©)
                      **সান্দ্রতা**
সান্দ্রতা( viscosity) :প্রবাহীর আঠাত্বতা
magic: আমতেদুপা
আলকাতরা> মধু> তেল> দুধ> পানি
* সান্দ্র  বল: F=AΠ dv/ dy
এখানে,Π= সান্দ্রতাঙ্ক,A=ঙ্খেএফল,dv/ dy= বেগ অবক্রম
*সান্দ্রতা গুনাঙ্ক কে গতীয় সান্দ্রতাঙ্ক বলা হয়।
*Π= F/ A dy/ dv
মাত্রা :[ML-1T-1]
একক:Nsm-2.      ( note:10 poise =1 Nsm-2)
 তার্পিনের সান্দ্রতাঙ্ক 1.5*10-2Nsm-2
গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক 1.5*10-3 Nsm-2
****সান্দ্রতার ওপর তাপমাত্রার প্রভাব:
! তরলের  ক্ষেএে: তাপমাত্রা বৃদ্ধি করলে সান্দ্রতা হ্রাস পায়।
!! গ্যাসের ক্ষেএে:গ্যাসের সান্দ্রতা তার পরম তাপমাত্রার বর্গমূলের সামানুপাতিক।    Π œ ®T

স্পর্শ কোণ
! পানি ও কাঁচ = 8  ০
!! বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাঁচ =0  ০
!! পানি ও তৈলাক্ত কাঁচ >90  ০
!v রূপা ও পানি =90  ০
v  পারদ ও কাঁচ =140  ০

**** সান্দ্রতার ওপর চাপের প্রভাব:
! তরলের ক্ষেএে: চাপ বৃদ্ধি করলে সান্দ্রতা বৃদ্ধিপায়
!! গ্যাসের ক্ষেএে চাপের কোন প্রভাব নেই।

    ***সান্দ্রতার প্রয়োজনীয়তা***
! গতিশীল নৌকা,স্টীমার,লন্ঞ প্রভৃতির নকশা।
!! ফাউনটেন পেনের কালি।
!!! শিরা উপশিরার রক্ত সন্ঞালন
   স্টোকসের সূএ:F= 6πΠ rv
                     ***পৃষ্টটান****
* যে তাপমাত্রায় তরলের পৃষ্টটান শূন্য হয় তাকে সংকট  তাপমাত্রা বলে।
*পৃষ্টটানের  একক:Nm-1( S I)/( JM-1),  মাত্রা [MT-2]
Note:মশার পানিতে চলাচল---> পৃষ্টটান
জলীয় বাষ্পের সংস্পর্শে পানির পৃষ্টটান: 70*10-3 Nm-1
বায়ুর সংস্পর্শে  পানির পৃষ্টটান:72*10-3 Nm-1
*** সংসক্তি বল একই পদার্থের মধ্যে হয়
**** অসংসক্তি বল ভিন্ন পদার্থের মধ্যে হয়

          THANKS EVERY  ONE

Comments

  1. অসম প্রবাহে কি বেগ ধ্রুব থাকে না ?? নাকি একই থাকে না??

    ReplyDelete
  2. বেগের অবক্রমের একক কি??

    ReplyDelete
  3. বেগের অবক্রম কি??

    ReplyDelete
  4. পানির সান্দ্রতাঙ্ক কত?

    ReplyDelete
  5. পানির সান্দ্রতার গুণাঙ্ক কত?

    ReplyDelete
  6. Bitcoin Casino - Play With No Deposit Bonuses - CasinoWow
    The best Bitcoin casino bonuses for 2021 – no deposit bonus codes · 1. Ignition Casino: $1,000 Free · 2. Red Dog Casino: $1,000 Free · 3. Cafe Casino: $25 Free 코인카지노 총판 · 4. MrLuck

    ReplyDelete
  7. Top 10 Slots, Roulette & Blackjack Games to Play for Real Money
    1. 대전광역 출장샵 Red Dog Casino 경상북도 출장안마 · 목포 출장안마 2. Ignition Casino · 3. El Royale Casino · 군포 출장샵 4. Slots88 Casino · 춘천 출장마사지 5. Bovada Casino.

    ReplyDelete

Post a Comment